রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলাকালীনই ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই প্রথম ভারত সফরে আস্তে চলেছেন। সূত্রের খবর, ভারতের সঙ্গে পাঁচ হাজার কোটি পাউন্ডের বাণিজ্যচুক্তি পাকা করার জন্য তিনি প্রথম ভারতে আসছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলা যুদ্ধ, ইন্দো-প্যাসিফিক অঞ্চল সম্পর্কিত বিষয় ও বাণিজ্য চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হতে পারে ৷ এমনটাই জানা গিয়েছে খবর সূত্রে।
আহমেদাবাদ থেকে সফর শুরু করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এটাই তাঁর প্রথম ভারত সফর। দেশের প্রথম সারির ব্যবসায়ীদের সঙ্গে দেখা করবেন এবং ব্রিটেন ও ভারতের সমৃদ্ধশালী বাণিজ্য এবং জনগণের সঙ্গে আলোচনা করবেন।
এই প্রথমবার কোনও ব্রিটিশ প্রধানমন্ত্রী গুজরাট সফর করবেন। সফরের আগে বরিস বলেন, “যেহেতু আমরা স্বৈরাচারী রাষ্ট্রগুলির থেকে আমাদের শান্তি ও সমৃদ্ধির হুমকি আসে সেই কারণে গণতন্ত্র এবং বন্ধুদের সঙ্গে থাকা অত্যাবশ্যক ৷ ভারত একটি প্রধান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসাবে একটি অত্যন্ত মূল্যবান এই অনিশ্চিত সময়ে যুক্তরাজ্যের জন্য কৌশলগত অংশীদার।”
মনে করা হচ্ছে গুজরাটে,প্রধানমন্ত্রী বরিস জনসন ব্রিটেন এবং ভারত উভয়ের মূল শিল্পে একটি বড় বিনিয়োগের ঘোষণা করবেন । এছাড়াও,ঘরে বসে চাকরি বৃদ্ধির পাশাপাশি অত্যাধুনিক বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তিতে নতুন সহযোগিতার কথাও বলবেন বলে জানা যায়।