Mumbai : বিশ্বের তৃতীয় ধনীব্যক্তির তালিকায় উঠে আসছেন গৌতম আদানি

আরও পড়ুন

শুনলেও গর্ব হয়। গৌতম আদানি নামের এক ভারতীয় ব্যবসায়ী বিশ্বের ধনী ব্যবসায়ীদের তালিকায় তিন নম্বরে নাম লিখিয়েছেন। কলেজ ড্রপআউট, পড়াশুনা করেননি বেশিদিন। কিন্তু তাতে কিছু যায় আসেনা। এই মুহূর্তে বিশ্বের তৃতীয় ধনি ব্যক্তির তালিকায় নাম উঠেছে গৌতম আদানির। হীরের ব্যবসা দিয়ে জীবন শুরু। তারপর একে একে কয়লা খনি, বন্দর, টেলিকম ব্যবসা, গ্যাসের সংযোগ, বিদ্যুৎ ধীরে ধীরে ভারতের বিভিন্ন বিভাগে নিজের ব্যবসা বাড়াচ্ছেন আদানি গোষ্ঠীর কর্ণধার।

 এশিয়ার বাকি দুই ধনী ব্যবসায়ী মুকেশ আম্বানি ও জ্যাক মাকে হারিয়ে বিশ্বে আপাতত প্রথম দুই ধনী ব্যক্তির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্স জানাচ্ছে, ১৩৭.৪ বিলিয়ন ডলারের সম্পত্তি নিয়ে আদানি টপকে গিয়েছেন ফ্রান্সের ব্যবসায়ী বের্নার্ড আরনাল্টকে। বিগত একবছরে দেশে আরও বেশি বিনিয়োগ করেছেন গৌতম আদানি। সিমেন্ট ব্যবসা, মিডিয়াতে বিনিয়োগ, সরকারের কাছে থাকা একাধিক বন্দর, রেল স্টেশন, বিমানবন্দরও আপাতত রয়েছে আদানিদের হাতে। যার ফলে বিগত একবছরে কয়েকগুণ বেড়ে গিয়েছে গৌতম আদানির সম্পত্তি। পরিসংখ্যান অনুযায়ী গৌতম আদানির বিগত একবছরে সম্পত্তি বেড়েছে ৬০.৯ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লক্ষ কোটি, যা অন্যান্য ব্যবসায়ীদের থেকে ৫ গুণ বেশি। এই মুহূর্তে বিশ্বের প্রথম ধনীতম ব্যক্তি হলেন জেফ বেজোস ও দ্বিতীয় হলেন টেসলা কর্তা এলন মাস্ক।
তবে অর্থনীতি বিশেষজ্ঞদের ধারনা- গৌতমবাবু যে গতিতে দৌড়চ্ছেন, যে কোনও দিন পৃথিবীর এক নম্বর ধনী ব্যক্তির তালিকায় যে নাম লেখাবেন, তিনি তাতে কোনও সন্দেহ নেই।

টাইমস ফোর্টিন ব্যুরো, মুম্বই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close