মঙ্গলবারই শুভ উদ্বোধন ‘ওয়াটার মেট্রো’র

আরও পড়ুন

মঙ্গলবার থেকে চালু করা হচ্ছে দেশের প্রথম ‘ওয়াটার মেট্রো’। কেরলের কোচিন থেকে জাতির উদ্দেশে এই ওয়াটার মেট্রো উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার টুইট করে একথা জানান কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

সূত্রের খবর, রবিবার টুইট করে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, কেরলের স্বপ্নের এই প্রকল্প কোচি এবং তার আশপাশের ১০ টি দ্বীপকে সংযুক্ত করবে। তিনি আরও জানান, শীতাতপ নিয়ন্ত্রিত নৌকাগুলি সড়ক পরিবহণের যানজটের ভোগান্তি দূর করবে। শুধু তাই নয়, এই পরিবহণ ব্যবস্থা অত্যন্ত সাশ্রয়ী এবং নিরাপদও। প্রথম ধাপে হাইকোর্ট-ভাইপিন টার্মিনাল থেকে ভিটিলা-কাক্কানাড় টার্মিনাল পর্যন্ত শুরু করা হবে এই পরিষেবা। এই ওয়াটার মেট্রোতে ওঠার জন্য যাত্রীরা ‘কোচি ১’ কার্ড ব্যবহার করেই কোচি মেট্রো এবং ওয়াটার মেট্রো-দুই পরিষেবাই নিতে পারবেন। এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্মেই ওয়াটার মেট্রোর টিকিট বুক করা যাবে।

ফোর্টিন টাইমলাইন, কেরল।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close