বৃহস্পতিবার রাত সাড়ে তিনটে নাগাদ ১০০ বছর বয়সে প্রয়াত হলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদরদাস মোদির মা হীরাবেন মোদি। আহমেদাবাদের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি নিকট আত্মীয়দের রেখে গিয়েছেন। প্রসঙ্গত,গত মঙ্গলবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শুক্রবার ভোরে সেখানেই শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি।মায়ের প্রয়াণের খবর প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেল-এ জানান। তিনি লিখেছেন-‘সুন্দর একটি শতাব্দী শেষে ভগবানের চরণে বিশ্রাম নিতে গিয়েছেন মা। মায়ের মধ্যে সবসময় আমি ত্রিমূর্তি দেখতে পেয়েছি। যার মধ্যে ছিল এক জন সাধুর যাত্রা, একজন কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি দায়বদ্ধতা। এ ভাবেই তিনি জীবন কাটিয়ে দিয়েছেন।
ফোর্টিন ওয়েবডেস্ক, রায়গঞ্জ।