বিজেপি নেতার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে হায়দ্রাবাদের জ্ঞানেন্দ্র প্রসাদ এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মিয়াপুর থানার পুলিশ।
পরিবার সূত্রে খবর, সোমবার সকালে পরিবারের সদস্যরা ওই বিজেপি নেতাকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় লক্ষ্য করেন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। মৃত্যুর কারণ স্পষ্ট না হলেও আত্মহত্যা নাকি খুন তা নিয়ে সন্দেহ রয়েইছে। পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনার কারন খতিয়ে দেখা হচ্ছে।
টাইমস ফোর্টিন ব্যুরো, হায়দ্রাবাদ, তেলেঙ্গানা।