দেশের সকল আশা কর্মীরা ভূষিত হলেন ‘হু’-র বিশেষ পুরস্কারে

আরও পড়ুন

কোভিড মহামারিতে বিশেষ অবদানের জন্য দেশের ১০ লক্ষ আশা কর্মীকে কুর্নিশ জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডিরেক্টর জেনারেলস গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ড’ দিয়ে ভারতের আশা কর্মীদের সম্মান জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ‘হু’। উল্লেখ্য, গতকাল রবিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেল তেদ্রোস অ্যাধানম ঘেব্রেইসাস এই পুরস্কারের কথা ঘোষণা করেন। আশা কর্মীদের প্রতি এই বিশেষ সম্মানের কথা শুনে আপ্লুত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

আশা কর্মী

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এদিন জানানো হয় যে, দেশের প্রত্যন্ত গ্রামগুলিতে দরিদ্র মানুষরা যাতে প্রাথমিক চিকিৎসা পায়, তার জন্য দেশের স্বাস্থ্য ব্যবস্থার সঙ্গে সমাজকে যুক্ত করার ক্ষেত্রে আশা কর্মীদের গুরুত্ব অপরিসীম। এদিন ৭৫ তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশের উদ্বোধনী অধিবেশনে এই বিশেষ পুরস্কারের কথা ঘোষণা করেন ‘হু’-এর ডিরেক্টর জেনারেল। সোমবার জাপান থেকে এই খবর শুনে প্রধানমন্ত্রী দেশের ১০ লক্ষ আশা কর্মীকে অভিনন্দন জানান। এই বিষয়ে ট্যুইট করে তিনি লেখেন, “আমি খুবই আনন্দিত। আশা কর্মীদের সমগ্র দল হু ডিরেক্টর জেনারেলস গ্লোবাল হেলথ লিডার্স অ্যাওয়ার্ডে সম্মানিত হচ্ছে। সকল আশা কর্মীদের এর জন্য আমার তরফ থেকে অভিনন্দন। সুস্থ ভারত তৈরি করার লক্ষ্যে সবসময়ই তৎপর তারা। তাদের নিষ্ঠা এবং কর্মদক্ষতা সত্যিই প্রশংসনীয়।”

অন্যদিকে, এদিন বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে এই পুরস্কার ঘোষণা করার পর আশা কর্মীদের বিষয়ে একটি ট্যুইট করে বলা হয়, “আশা কথাটির ইংরেজি শব্দ হল ‘হোপ’। এই সংস্থা ১০ লক্ষেরও বেশী মহিলা স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত। এই সংস্থা মাতৃকালীন যত্ন, শিশুদের টীকাকরণ, কমিউনিটি হেলথ কেয়ার, উচ্চ রক্তচাপ এবং যক্ষার চিকিৎসা করে থাকে। সেই সঙ্গে খাদ্য, পুষ্টি, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিষয় নিয়েও নিয়মিত প্রচার চালায়৷ কোভিড ১৯-এর পরিস্থিতিতে গ্রামীণ এলাকার মানুষ যাতে বিনা অসুবিধায় প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা পায়, তা নিশ্চিত করেছিলেন দেশের এই আশা কর্মীরাই।”

‘হু’-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস অ্যাধানম ঘেব্রেইসাস

আশা কর্মীদের এই বিশেষ সম্মানে ভূষিত হওয়া নিয়ে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মান্ডব্যও। তিনিও এই নিয়ে একটি ট্যুইট করে জানান, “হু-এর তরফ থেকে এই বিশেষ সম্মানে সম্মানিত হওয়ার জন্য দেশের প্রত্যেক আশাকর্মীদের প্রতি আমি আমার শুভেচ্ছা জানাই। স্বাস্থ্য পরিষেবা প্রদানের ক্ষেত্রে একেবারে ফ্রন্ট লাইনে আছেন আশা কর্মীরা। করোনা পরিস্থিতির সময় মুখ্য ভূমিকা পালন করেছিলেন তারা।”

অন্যদিকে, এদিন দেশের আশা কর্মীদের পাশাপাশি এই পুরস্কারে সম্মানিত করা হয়েছে আফগানিস্তানের পোলিও কর্মীদেরও। ‘হু’-এর ডিরেক্টর জেনারেল এ বিষয়ে বলেন, “আমাদের পৃথিবী যখন বৈষম্য, সংঘাত, খাদ্য বিষয়ক নিরাপত্তাহীনতা, জলবায়ু সংকট এবং করোনা মহামারির মতো বিরাট সমস্যার মুখোমুখি, সেই সময়ে বিশ্ব জুড়ে যারা স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং প্রচারে অসামান্য অবদান রেখেছেন, এই পুরস্কার সেই সমস্ত মহান মানুষদের স্বীকৃতি দেয়। এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল গত ২০১৯ সাল থেকে। এই পুরস্কারপ্রাপ্তরা সাম্য এবং মানবিকতার নিঃস্বার্থ সেবার প্রতি আজীবন উৎসর্গতা, নিরলস প্রয়াস এবং ন্যায়পরায়ণতাকে মূর্ত করে।” 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close