হঠাৎ করেই দেশ জুড়ে বন্ধ হয়ে গেল ইন্সটাগ্রাম পরিষেবা। বুধবার সকাল থেকেই অনেক জায়গায় ইন্সটাগ্রাম ডাউন হয়ে যায়, এবং তা নিয়ে নানা অভিযোগ ওঠে। জানা যাচ্ছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি বর্তমানে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং এর জেরে এই অ্যাপের ইউজারকারীরা ইনস্টাতে লগ ইন করতে পারছেন না। শুধু ইন্সটাগ্রামই নয়, ট্যুইটার এবং অন্যান্য প্ল্যাটফর্মে ভিডিও এবং ফটো শেয়ারিং অ্যাপের ডাউন হওয়ার বিষয় নিয়েও অভিযোগ জানিয়েছেন অনেকে।
ডাউন ডিটেক্টর অনুযায়ী, ইন্সটাগ্রাম ডাউন হওয়ার বেশির ভাগ রিপোর্টই অ্যাপের সঙ্গে সম্পর্কিত। অভিযোগ জানিয়েছেন প্রায় ৪৪ শতাংশ অ্যাপ ব্যবহারকারীরা। ৩৯ শতাংশ সার্ভার ডাউন এবং ১৭ শতাংশ ওয়েবসাইট ডাউনের অভিযোগ পাওয়া গিয়েছে। মেটা থেকে এখনও পর্যন্ত প্ল্যাটফর্ম ডাউন হওয়ার বিষয় নিয়ে কিছু জানানো হয়নি। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইন্সটাগ্রামের মূল সংস্থাই হল এই মেটা।
উল্লেখ্য, এদিন সকাল ১০টার দিকে ইন্সটাগ্রাম ডাউন হওয়ার অভিযোগ ওঠে। পরে বেলা ১২টা নাগাদ বিপাকে পড়েন কয়েক হাজার ইন্সটাগ্রাম ব্যবহারকারী। তবে, এই অভিযোগগুলি মূলত উঠে আসছে ভারতের সব বড় বড় শহরগুলো থেকে। অ্যাপ ব্যবহারকারীরা মাইক্রো ব্লগিং সাইট ট্যুইটারে একের পর এক ট্যুইট করে জানিয়ে যাচ্ছেন ইন্সটাগ্রাম ডাউনের অভিযোগ।
তবে, জানা যাচ্ছে এই সমস্যা ইনস্টার সমস্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে হচ্ছে না। কোনওরকম সমস্যা ছাড়াই এখনও ইন্সটাগ্রাম ব্যবহার করছেন অনেকেই। আবার অনেক ইন্সটাগ্রাম ব্যবহারকারীই স্ক্রিনশট নিয়ে তা পোস্ট করে জানিয়েছেন যে অ্যাপটিতে লগ ইন করতে সমস্যা হচ্ছে।