আজ, শনিবার উপরাষ্ট্রপতি নির্বাচন। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ ভবনে চলবে ভোটগ্রহণ। ভারতের ১৪ তম উপ রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে এগিয়ে এন ডি এ (NDA)-র প্রার্থী বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁর বিরোধী জোটের প্রার্থী কংগ্রেসের মার্গারেট আলভা। ভোট সংখ্যা দেখে এটা বলা যায় যে, উপরাষ্ট্রপতি হতে চলেছেন NDA প্রার্থী জগদীপ ধনকড়। তবে তা ভালোমতো জানা যাবে আজ বিকেল ৫ টার পর।
সূত্রের খবর, এবারের উপরাষ্ট্রপতি নির্বাচনের ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনই দলের হয়ে সিদ্ধান্ত জানিয়ে শিশির অধিকারী ও দিব্যেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। উপরাষ্ট্রপতি পদের জন্য মোট ভোট ৭৮৮। রাজনৈতিক বিশ্লেষকদের অনুমান, ৫২৭ টি ভোট পেতে পারেন ধনকড়, যা জয়ের জন্য প্রয়োজনীয় ৩৭২ টি ভোটের চেয়ে অনেক বেশি। সব মিলিয়ে মোট ভোটের ৭০ শতাংশই যেতে পারে ধনকড়-এর ঝুলিতে। এর মধ্যে NDA-র হাতে রয়েছে ৪৪০-টিরও বেশি ভোট। বর্তমান উপরাষ্ট্রপতি পদে বেঙ্কাইয়া নায়ডুর মেয়াদ শেষ হচ্ছে ১০ অগাস্ট। ১১ অগাস্ট শপথ নেবেন দেশের নয়া উপ রাষ্ট্রপতি।
টাইমস ফোর্টিন ব্যুরো, নয়া দিল্লি।