Jammu And Kashmir : ফের পরিযায়ী শ্রমিকের উপর জঙ্গি হামলা

আরও পড়ুন

বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা এলাকার সোদনারা সুম্বলে ফের গুলি করে খুন করা হল এক পরিযায়ী শ্রমিককে। মৃত ওই শ্রমিকের নাম মহম্মদ আমরেজ। বিহারের মাধেপুরা জেলার বেসারের বাসিন্দা তিনি। মহম্মদ আমরেজ ও তার ভাই দু’জনে মিলে বান্দিপোরা এলাকায় শ্রমিকের কাজ করত। বৃহস্পতিবার রাত ১২ টা নাগাদ আচমকাই জঙ্গিদের এলোপাথাড়ি গুলির হামলা চলতে থাকে। এই হামলায় মহম্মদ অমরেজ গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী বাহিনীর সহযোগিতায় হাসপাতালে ভর্তি করলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বার বার পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

টাইমস ফোর্টিন ব্যুরো, জম্মু ও কাশ্মীর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close