বৃহস্পতিবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে ফেরার পথে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল উধমপুরের রামনগর এলাকায়। পাহাড়ি রাস্তায় দ্রুত গতিতে বাস চালানোর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাস চালক বলে আভিযোগ। যার ফলে মর্মান্তিক এই দুর্ঘটনার শিকার হয় বাস যাত্রীরা। বাসটি ১৩০ ফুট গভীর খাদে পড়ে গেলে সঙ্গে সঙ্গে দুজনের মৃত্যু-সহ গুরুতর জখম হয় ৩৮ জন।
পুলিশি সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে বিয়েবাড়ির অনুষ্ঠান থেকে প্রায় ৪০ জন যাত্রী নিয়ে উধমপুর রামনগরের গুন্ডিয়া গ্রাম থেকে আসার সময় ঘটে এই মর্মান্তিক বাস দুর্ঘটনা।স্থানীয়রা প্রথমে এই দুর্ঘটনার বিষয়ে জানতে পারলে পুলিশ প্রশাসনকে জানায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারপর স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার কাজ। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। উধমপুরের স্বাস্থ্য আধিকারিক ডা: বিজয় বাসনোত্রা জানিয়েছেন- মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের এবং গুরুতর আহত হয়েছেন ৩৮ জন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়।
ব্যুরো নিউজ, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর ।