Jammu : প্রবল অশান্তির জেরে খুন হল প্রেমিকা

আরও পড়ুন

প্রবল অশান্তি চলছিল যুগলের মধ্যে। ঠিক সেই সময় খুন হতে হল প্রেমিকাকে।
জানা গিয়েছে, জম্মুর তাল্লেব তিল্লোরের বাসিন্দা সুমেধা শর্মা। দীর্ঘদিন ধরেই তার সঙ্গে সম্পর্ক ছিল পাম্পশ কলোনির বাসিন্দা জোহার গানার সাথে।

সূত্রের খবর, হোলির জন্য সুমেধা বাড়ি আসে। সে সময় সে জোহারের সাথেই থাকছিল বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎই ওই যুগলের মধ্যে শুরু হয় ঝামেলা। এরপর জোহার রান্নাঘরে থাকা ছুরি নিয়ে সুমেধার ওপর হামলা চালায়। শুধু তাই নয়, নিজেও তা দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে।
পুলিশ ঘটনাস্থলে পৌছে সুমেধাকে এবং জোহারকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সুমেধাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

জোহারের অবস্থাও অত্যান্ত সংকটজনক বলে জানা গিয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই জোহরের নামে খুনের মামলা দায়ের করেছে। পাশাপাশি পুরো বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত শুরু হয়েছে। কী নিয়ে ওই যুগলের মধ্যে অশান্তি শুরু হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। এই ঘটনার জেরে সুমেধার পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। সুমেধার পরিবারের তরফ থেকে অপরাধীর কড়া শাস্তির দাবি করা হয়েছে।

ফোর্টিন টাইমলাইন, জম্মু।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close