Gujrat: ফের গ্রেপ্তার জিগনেশ মেবানি

জামিন পেয়েও জেলমুক্ত হলেন না জিগনেশ মেবানি। তাঁর পুনরায় গ্রেপ্তার হওয়ার কারণ কী?

আরও পড়ুন

জেলের বাইরে বের হয়েও আবার গ্রেপ্তার হলেন গুজরাটের বিধায়ক জিগনেশ মেবানি(Jignesh Mevani)। জামিন পাওয়ার পরের মুহূর্তেই তাঁকে ফের আটক করল অসম পুলিশ। তিনি কোন মামলায় পুনরায় গ্রেপ্তার হলেন, সেটা এখনও স্পষ্টভাবে বোঝ যায় না।

সূত্রের খবর, প্রাক্তন ছাত্রনেতা জিগনেশ মেবানি নিজের টুইটারে টুইট করে বলেছিলেন,’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিহিংসার রাজনীতি করছেন।’ খবর পেয়েই, অসম পুলিশ গুজরাত থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনদিন জেলবন্দি থাকার পর সোমবার জামিন পান জিগনেশ। কিন্তু,জামিন পেয়েও জেলমুক্ত হওয়া হল না জিগনেশের। তার আগেই গুজরাতের নেতাকে গ্রেপ্তার করল অসম থানার পুলিশ।
নিজের গ্রেপ্তারি প্রসঙ্গে জিগনেশ বলেন, “এটা বিজেপি-আরএসএসের যৌথ ষড়যন্ত্র। ওরা আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টায় চলছে। পরিকল্পনা করে তারা এই ঘটনা ঘটাচ্ছে। এটা ওরা রোহিত ভেমুল্লার সঙ্গেও করেছে, চন্দ্রশেখর আজাদের সঙ্গেও করেছে। এবার আমাকে টার্গেট করছে।”

বিজেপির বিরুদ্ধে সরব হওয়া জিগনেশ মেবানি বরাবরই সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকেন। বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ-সহ একাধিক ধর্মীয় কট্টরপন্থী সংগঠনের বিরুদ্ধেও সরব হন জিগনেশ। তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, সম্প্রতি সাম্প্রদায়িক উসকানিমূলক একাধিক টুইট করেছিলেন জিগনেশ। টুইটার কর্তৃপক্ষ অভিযোগ পেয়ে তাঁর সেই সমস্ত টুইট মুছেও দেয়। অনুমান করা হয়, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে টুইট করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
সূত্রের খবর, ২০২১ সালে কানহাইয়া কুমারের সঙ্গে একইমঞ্চ থেকে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা করেন জিগনেশ। বছর শেষেই যখন মোদীর রাজ্যে নির্বাচন, তার আগে এই প্রাক্তন ছাত্রনেতার গ্রেপ্তারির জেরে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close