কংগ্রেস ত্যাগ করলেন কপিল সিবাল

আরও পড়ুন

বড়সড় ভাঙন কংগ্রেস শিবিরে। এবার কংগ্রেস ত্যাগ করলেন কপিল সিবাল। বুধবার ২৫ মে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা আসনের জন্য মনোনয়ন পত্র জমা দিলেন তিনি। এরপরই, তিনি কংগ্রেস শিবির থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করলেন। উল্লেখ্য, রাজ্যসভার নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন সমাজবাদী পার্টির সমার্থনে নির্দল প্রার্থী হিসেবে। এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় কপিল সিবালের সঙ্গে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব

কংগ্রেসের প্রবীণ নেতা কপিল সিবাল

সূত্রের খবর, এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পূর্বে কপিল সিবাল গিয়েছিলেন লখনউয়ে অখিলেশ যাদবের বাড়িতে। দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ ধরে বৈঠক হয় বলেও জানা গিয়েছে। এদিন মনোনয়ন পত্র জমা দিয়ে কপিল সিবাল বলেন, “নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়েছি আমি। বরাবরই আমি দেশের স্বাধীন কণ্ঠ হতে চেয়েছি। গত ১৬ মে আমি কংগ্রেস পার্টি থেকে ইস্তফা দিয়েছি।”

এদিন এ বিষয়ে সমাজবাদী পার্টির প্রধান  অখিলেশ যাদব বলেন, “কপিল সিবাল সমাজবাদী পার্টির সমর্থনে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিয়েছেন। তিনি একজন প্রখ্যাত আইনজীবী এবং রাজ্যসভার গুরুত্বপূর্ণ বিষয়গুলি তিনি তুলে ধরেছেন এবং সেগুলো নিয়ে আলোচনা করেছেন। দেশের বহু সমস্যা রয়েছে, আমি আশা করছি তিনি কার্যকর ভাবে রাজ্যসভায় সেই বিষয়গুলি তুলে ধরবেন।”

প্রসঙ্গত, বহুদিন ধরেই কপিল সিবালের সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সম্পর্ক ভালো ছিল না। জি-২৩ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখলেও, গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর তেমন ওঠাবসা ছিল না। উল্লেখ্য, মঙ্গলবার সোনিয়া গান্ধী কংগ্রেস দলের ভবিষ্যৎ কর্মসূচি সফল করার লক্ষ্যে তিনটি আলাদা আলাদা গোষ্ঠী তৈরি করেছেন। সেগুলি হল- রাজনৈতিক বিষয়ক গোষ্ঠী, টাস্কফোর্স ২০২৪ কিংবা ভারত জোড়ো যাত্রার পরিকল্পনার গোষ্ঠী। সেখানে কংগ্রেসের  অন্যান্য নেতাদের নাম থাকলেও, কোনও গোষ্ঠীতেই নাম ছিল না কপিল সিবালের। 

উল্লেখ্য, উত্তরপ্রদেশ থেকে কংগ্রেসের টিকিট পেয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন কপিল সিবাল। অখিলেশ যাদবের পরিবারের সঙ্গে কপিলের বরাবরই ভালো সম্পর্ক বলা চলে। গত কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির নেতা আজম খানের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়েছেন কপিল সিবাল। খবর সূত্রে জানা গিয়েছে, সমাজবাদী পার্টির তিনটি আসন জয়ের ব্যাপারে রীতিমতো আত্মবিশ্বাসী। এর মধ্যে একটি ছাড়া হল কপিল সিবালকে। আরেকটি ছাড়া হতে পারে সমাজবাদী পার্টির জোট সঙ্গী আরএলডি দলের প্রধান জয়ন্ত চৌধুরীকে, এমনটাই সূত্রের খবর। 

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close