শুক্রবার গভীর রাতে বিদার জেলার চিটাগুপ্পা ব্লকের একটি গ্রামে ছোট মালবাহী লরি এবং লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন মোট সাত জন ও গুরুতর অবস্থায় আহত হয়েছেন এগারো জন। নিহতদের মধ্যে ছিলেন প্রত্যেকেই মহিলা। মর্মান্তিক এই দুর্ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
স্থানীয় ও পুলিশি সূত্রে খবর, নিহত ও আহতরা স্থানীয় একটি কারখানার শ্রমিক। নিত্যদিনের মতো কাজ শেষে তারা ছোট মালবাহী গাড়িতে করে বাড়ি ফিরছিলেন । বেমলাখেদা সরকারি স্কুলের কাছে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের গাড়িটি। এরপরেই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু হয় সাত জনের ও চালক সহ গুরুতর আহত হয় এগারো জন। স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে পুলিশ হাসপাতালে ভর্তি করে ও মৃতদেহগুলিকে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃতদের পরিবারে খবর দেওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
ব্যুরো নিউজ, কর্ণাটক।