সাতসকালে কর্ণাটকের মান্ড্যতে ভয়াবহ দৃশ্য ধরা পড়ল। মান্ড্য এলাকার একটি নয়ানজুলির ধারে টুকরো করা দেহ মিলল।
সূত্রের খবর, দেহটি একজন পুরুষের এবং তাঁর বয়স আনুমানিক ৩০ থেকে ৪০। এই দেহাংশ বুধবার রাতেই এলাকায় নিয়ে আসা হয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। মূলত খুন হয়েছে অন্য জায়গায়। এই দেহের মাথা কিংবা শরীরের উপরিভাগের মূল অংশ পাওয়া যায়নি।
ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার হওয়া দেহাংশগুলি ময়নাতদন্ত করতে পাঠিয়েছে। পাশাপাশি পুলিশ খোঁজ চালাচ্ছে দেহের নিখোঁজ অংশের। কে খুন হয়েছেন তা অবশ্য এখনো পর্যন্ত জানা যায়নি। এলাকা জুড়ে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পাশাপাশি তদন্তের স্বার্থে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
ফোর্টিন টাইমলাইন, কর্ণাটক।