Kashmir : জঙ্গি হামলায় নিহত পরিযায়ী শ্রমিক, আহত ২

আরও পড়ুন

জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি হামলার শিকার ৩ পরিযায়ী শ্রমিক। পুলওয়ামার গাণ্ডুরা এলাকায় ৩ শ্রমিকের উপর গ্রেনেড হামলা চালায় একদল জঙ্গি। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয় ও গুরুতর অবস্থায় আহত হন দু’জন। মৃত ওই শ্রমিকের নাম মহম্মদ মুমতাজ। তিনি বিহারের সাকওয়া পারসা এলাকার বাসিন্দা। আহত দুই শ্রমিক মহম্মদ আরিফ এবং মহম্মদ মজবুল বিহারের রামপুরের বাসিন্দা। তারা কাজের সন্ধানে বিহার থেকে সেখানে গিয়েছিলেন।

প্রাথমিক তদন্তের পর নিরাপত্তা বাহিনীর অনুমান, পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড । ভিন রাজ্যের বাসিন্দাদের টার্গেট করছে জঙ্গিরা। এই ঘটনার পর এলাকা জুড়ে তল্লাশি চালানো শুরু হয়েছে। নিরাপত্তারক্ষা বাহিনী কঠোর করা হয়েছে।

টাইমস ফোর্টিন ব্যুরো, পুলওয়ামা, কাশ্মীর।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close