ফের অশান্ত কাশ্মীর উপত্যকা। এবার কাশ্মীরের বুধগামে জঙ্গিদের গুলিতে প্রাণ হারালেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী আমরিন ভাট। তাঁর নিজের বাড়ির সামনেই জঙ্গিরা খুন করে তাঁকে। বুধবার সন্ধ্যায় এই ঘটনাটি ঘটেছে। শুধু অভিনেত্রীকেই নয়, তাঁর ভাইপোকেও লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। খবর সূত্রে জানা গিয়েছে, গতকাল সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট নাগাদ অভিনেত্রী আমরিন ভাটের বাড়িতে ঢুকে পড়ে জঙ্গিরা। খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় স্থানীয় পুলিশ আধিকারিকরা।
গুরুতর অবস্থায় আমরিনকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। ঘাড়ে গুলি লাগে আমরিনের। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অভিনেত্রী আমরিন ভাটকে। তাঁর ১০ বছর বয়সী ভাইপোও গুরুতর আহত হয়েছেন জঙ্গিদের গুলিতে। ভাইপোর হাতে গুলি করে জঙ্গিরা। এদিনের ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা সহ সেখানকার আরও অনেক রাজনৈতিক নেতারা।
উল্লেখ্য, আমরিনের ভাইপোর চিকিৎসা চলছে বর্তমানে। কাশ্মীর টেলি জগতের এক বিখ্যাত মুখ আমরিন ভাট। সোশ্যাল মিডিয়ায় তাঁর টিকটক ভিডিও বেশ জনপ্রিয়। জানা গিয়েছে, ইসলামিক ফতোয়া মান্য না করার জন্যই তাঁকে টার্গেট করেছিল জঙ্গিরা। কাশ্মীরি পুলিশরা জানিয়েছেন, হামলাকারীরা সম্ভবত লস্কর-ই-তৈবার সদস্য ছিল বলে অনুমান করা হচ্ছে। এদিনের এই হামলার ঘটনার পরে কাশ্মীরের বুধগাম এলাকা জুড়ে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে।
এদিনের এই ঘটনার শোক প্রকাশ করে জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা একটি ট্যুইট করে জানান, “আমরিন ভাটের এই জঙ্গি হানার খুনের ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। আহত হয়েছে তাঁর ভাইপোও। নিরীহ মহিলা এবং শিশুদের ওপর এ ধরনের হামলা পুরোপুরি অযৌক্তিক। অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার।” জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাও এদিনের ঘটনার তীব্র নিন্দা করেছেন। জেহাদিদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনাকে বর্বরোচিত ঘটনা বলে আখ্যা দিয়েছেন বিজেপি নেতা আলতাফ ঠাকুর।