ভয়াবহ বাস দুর্ঘটনায় প্রাণ হারালেন ৯ জন। আহত হয়েছেন ৩৮ জন। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কেরালার পালাক্করে। টুরিস্ট বাসের সঙ্গে কেরালার সরকারি বাসের সংঘর্ষে এমন ভয়ংকর দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ এই দুর্ঘটনা ঘটে পালাক্করে। দুর্ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন কেরালার পরিবহন মন্ত্রী অ্যান্টনি রাজু। তিনি বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ঝড়ের গতিতে গাড়ি চালানোর ফলে এই দুর্ঘটনা ঘটেছে। প্রাইভেট বাসটিতে ছিল অন্তত ৪২ জন পড়ুয়া এবং পাঁচজন শিক্ষক। তাঁরা উটি থেকে এনারকুলাম ফিরছিলেন। অপরদিকে সরকারি বাসটি যাচ্ছিল কোয়েম্বাটুর।
মৃত যাত্রীদের মধ্যে রয়েছেন ৫জন পড়ুয়া এবং ১জন শিক্ষক। অপরদিকে সরকারি বাসের ৩ যাত্রী মারা গিয়েছে বলে খবর। বাস দুর্ঘটনায় আহত হয়েছেন ৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। তবে এখন তারা বিপদমুক্ত বলে জানা গেছে। হাসপাতালে আহতদের দেখতে গিয়েছিলেন মন্ত্রী এম বি রাজেশ। পাশাপাশি সরকারিভাবে এই দুর্ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে। আপাতত এই দুর্ঘটনার পেছনে আসল কারন কি, তা জানার জন্য পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে।
ফোর্টিন ওয়েবডেস্ক, কেরালা।