সাব ইন্সপেক্টরের কান কামড়ে ছিঁড়ে নিয়েছে এক যুবক। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কেরলের ) কাসারগোড় এলাকায়।
সূত্রের খবর, একটি বাইক দুর্ঘটনায় গ্রেফতার করা হয়েছিল স্টেনি রড্রিগুয়েজ নামে এক যুবককে। পেট্রোলিং ভ্যানে করে থানায় নিয়ে যাওয়া হচ্ছিল অভিযুক্তকে। গাড়ির ঠিক পিছনেই বসানো হয়েছিল ওই অভিযুক্তকে। চালকের আসনের পাশেই বসেছিলেন সাব ইন্সপেক্টর বিষ্ণু প্রসাদ। সেই সময় আচমকাই বিষ্ণু প্রসাদের ডানকানটি কামড়ে ছিড়ে নেয় ওই যুবক । এঘটনার খবর পেয়ে সকলেই হতবাক হয়ে যান । সঙ্গে সঙ্গে আহত সাব ইন্সপেক্টরকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ।
ফোর্টিন টাইমলাইন, কেরালা।