বৃহস্পতিবার চলন্ত গাড়িতে আগুন লেগে ঝলসে যায় এক দম্পতি। ঘটনাটি ঘটেছে কেরলের কান্নুরে।
সূত্রের খবর, বৃহস্পতিবার কান্নুরের জেলা হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন এক দম্পতি। তাদের সঙ্গে এক শিশু সহ আরও ৪ জন ছিলেন। মাঝপথেই চলন্ত গাড়িতে আগুন ধরে যায়। গাড়ির পিছনের আসনে বসে থাকা আরোহীরা কোনও রকমে দরজা খুলে বেড়িয়ে আসতে পারলেও গাড়ির ভিতরে আটকে পড়েন এক ব্যক্তি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী। মুহূর্তেই গাড়ির সামনের অংশে দাউ দাউ করে জ্বলে ওঠে । বাঁচানোর জন্য আর্ত চিৎকার করছিলেন ওই দম্পতি। এই দৃশ্য দেখে পথচারীরা ছুটে এসে দম্পতিকে বাঁচানের চেষ্টা করলেও তারা বার্থ হন। গাড়ির তেলের ট্যাঙ্কে আগুন লাগার ফলে বিস্ফোরণের আশঙ্কায় তারা পিছিয়ে আসেন। চোখের সামনে অসহায়ের মত ঝলসে যেতে দেখেন ওই দম্পতিকে। গাড়ির পিছনের আসনে বসে থাকা আরোহীদের সামান্য চোট লাগায় প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে গাড়িতে কিভাবে আগুন লাগল ফরেন্সিক পরীক্ষার পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, কেরালা।