টাকা ঋণ নিয়ে শোধ না করায় বন্দুকে খুন করে দেহ লোপাটের চেষ্টা দুই যুবকের। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সঞ্জীবনী নগরে। মৃতের নাম অনুপম শর্মা। বয়স ৪৫ বছর। সোমবার এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
সূত্রের খবর, অনুপম গত ১৬ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিলেন। অনুপমের পরিবারের সদস্যরা সঞ্জীবনী নগর থানায় অভিযোগ জানানো হয়। পুলিশ তদন্তে নেমে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। রবিবার সঞ্জীবনী নগর এলাকার একটি নর্দমার ভিতর থেকে তিনটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার হয়। ব্যাগের ভিতর থেকে অনুপমের দেহ টুকরো করা অবস্থায় মেলে। পুলিশ রামপ্রকাশ পুনিয়া নামে এক অভিযুক্তকে সোমবার গ্রেফতার করেছে।
পুলিশি সূত্রের খবর, রামপ্রকাশ এবং তার সঙ্গী বিনোদ ওরফে টোনির কাছে টাকা ধার নিয়েছিলেন অনুপম। সময় মতো টাকা ফেরত না দেওয়ায় অনুপমকে খুন করে রামপ্রকাশ এবং টোনি। এরপর প্রমাণ লোপাটের চেষ্টা করে দুই অভিযুক্ত। রামপ্রকাশ জেরায় জানিয়েছে, খুন করার পর আত্মহত্যা করেছে টোনি। আত্মহত্যা করার আগে একটি সুইসাইড নোটে সে লিখে যায় , ‘আমি বড় ভুল করে ফেলেছি।’ অভিযুক্তের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মধ্যপ্রদেশ।