Kishanganj : শর্ট ভিডিও শুট করতে গিয়ে ভাইকে গুলি করল দাদা

আরও পড়ুন

বুধবার শর্ট ভিডিও শুট করতে গিয়ে খুড়তুতো ভাইকে গুলি করল দাদা। ঘটনায় মৃত্যু হয়েছে ভাইয়ের। ঘটনাটি ঘটেছে কিশনগঞ্জের ঠাকুরগঞ্জ থানা এলাকার গুলশানভিটা গ্রামে। জানা গেছে, মৃত ওই যুবকের নাম মহম্মদ ফিরাজ। বয়স ১৬ বছর। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা।

সূত্রের খবর, বুধবার গুলি করার একটি দৃশ্যের শুট চলছিল। সেই শুট চলাকালীন আসল পিস্তল থেকে গুলি ছোড়ে অভিযুক্ত দাদা। গুলি গিয়ে লাগে ফিরাজের বুকে। গুলির আওয়াজ পেয়ে বাড়ির সদস্যরা ছুটে আসে বাইরে। তড়িঘড়ি ফিরাজকে উদ্ধার করে কিষাণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। কর্তব্যরত চিকিৎসকেরা ফিরাজকে মৃত বলে ঘোষণা করেন। এমন খবরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর। বৃহস্পতিবার কিশনগঞ্জ সদর হাসপাতালে মৃতদেহের ময়নাতদন্ত করা হয়।

ঘটনার পর থেকেই অভিযুক্ত দাদা মহম্মদ ইমতিয়াজ (বয়স ২০ বছর) পলাতক। পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য চিরুনি তল্লাশি চালাচ্ছে। ওই যুবক কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ, বিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close