Kishanganj : ঘর থেকে উদ্ধার গৃহবধূর ঝুলন্ত দেহ

আরও পড়ুন

বুধবার সন্ধ্যায় ঘর থেকে উদ্ধার হল এক গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে বিহারের আরারিয়ার সিকটি থানা এলাকার আমগাছি গ্রামে। মৃত ওই গৃহবধূর নাম কাজল মণ্ডল। বয়স ২০ বছর। সূত্রের খবর, পাঁচ মাসের সিকটি থানা এলাকার পলাশমনি গ্রামের রঞ্জিত মণ্ডলের সঙ্গে তাঁর বিয়ে হয়। ছটপূজা উপলক্ষ্যে বাবার বাড়িতে এসেছিলেন ওই গৃহবধূ। বুধবার সন্ধ্যায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে জানা গেছে।

মৃতার বাবা অনিমেষ মন্ডল জানান-পাঁচ মাস আগে মেয়ের বিয়ে দেওয়া হয়। গতকাল সন্ধ্যার পরে বাড়িতে কেউ ছিল না। আমার স্ত্রী বাড়ি ফিরে এসে দেখেন, সব ঘরের আলো নেভানো ও মেয়ের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। বারবার ডাকাডাকি করা সত্ত্বেও দরজা না খোলায়, আমরা দরজা ভেঙে ঘরে ঢুকে মেয়ের ঝুলন্ত দেহ দেখতে পাই।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে আরারিয়া সদর হাসপাতালে পাঠায়। পুলিশ সিকটি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর অভিযোগ দায়ের করেছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ, বিহার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close