Kishanganj : বুড়ি কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও পড়ুন

শনিবার কিষাণগঞ্জ শহরের লাইনপাড়ার শতাব্দীপ্রাচীন বুড়ি কালী মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন সকালে মন্দিরের প্রধান পুরোহিত মলয় মুখোপাধ্যায় ও সহকারী শ্রবণ ঝাকে নিয়ে প্রায় একঘণ্টা বুড়ি কালী মন্দিরে পূজার্চনা করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্দিরে আসা উপলক্ষ্যে লাইনপাড়ার সব রাস্তাঘাট সিল করে দেয় পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো দিয়ে বেলা এগারোটা নাগাদ মন্দির থেকে বার হলে রাস্তা খুলে দেওয়া হয়। প্রসঙ্গত, দু’দিনের জন্যে কিশনগঞ্জ সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পুজোর পরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান- সময় পেলেই আবারও তিনি মন্দিরে আসবেন। স্বরাষ্ট্রমন্ত্রীর আগমন উপলক্ষ্যে মন্দিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা।

ফোর্টিন টাইমলাইন, কিষাণগঞ্জ।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close