উত্তরপ্রদেশের ফারুখাবাদের ফতেগড় থানা এলাকায় ধর্ষকের সঙ্গে বিয়ের চাপের ফলে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হল নাবালিকা।
সূত্রের খবর, ২০২১ সালের ৮ জানুয়ারি অজ্ঞাত পরিচয় দুই যুবকের কাছে ধর্ষিতা হয় ১৬ বছরের এক নাবালিকা। পরিবার বিষয়টি জানতে পেরে পুলিশকে বিষয়টি বিস্তারিতভাবে জানায়। ঘটনায় অভিযুক্ত দু’জনকেই পুলিশ গ্রেফতর করে । সেবছর আগস্ট মাসে জামিনে দু’জনই ছাড়া পেয়ে যায়। তার পর থেকেই ওই নির্যাতিতাকে বিয়ের জন্য নানাভাবে চাপ দিতে শুরু করে অভিযুক্তদের মধ্যে একজন। এই চাপ সহ্য করতে না পেরে গায়ে আগুন লাগিয়ে দেয় ওই নাবালিকা । সেইসময় বাড়ি লাগোয়া মাঠে কর্মরত ছিলেন মেয়েটির বাবা। চিৎকার শুনে বাড়িতে এসে মেয়েকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে নিয়ে যাওয়া হয় দিল্লির সফদরজং হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় তার। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দু’জনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ
ব্যুরো নিউজ, লখনউ, উত্তর প্রদেশ।