তামিল ভাষাকে সরকারি ভাষা করার দাবি স্টালিনের

আরও পড়ুন

ভাষা বিতর্ক নিয়ে এবার নয়া মোড়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তামিল ভাষা নিয়ে একটি আর্জি জানিয়েছেন বৃহস্পতিবার। স্ট্যালিনের আবেদন, কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস এবং মাদ্রাজ হাইকোর্টে তামিল ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ জুড়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে হিন্দী ভাষাকে রাষ্ট্র ভাষা করার দাবি নিয়ে। এবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর এই আবেদনে ভাষা বিতর্ক নতুন মোড় নিতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন

উল্লেখ্য, বৃহষ্পতিবারই প্রথম বার তামিলনাড়ু সফরে এসেছেন নরেন্দ্র মোদী। এদিন তিনি দক্ষিণ ভারতের সমস্ত রাজ্য মিলিয়ে ৩১,৫০০ কোটি টাকার ১১ টি প্রকল্পের উদ্বোধন করেছেন। এদিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে এম কে স্ট্যালিন তাঁর ভাষণে বলেন, “হিন্দীর মতো তামিল ভাষাকেও সরকারি ভাষা এবং মাদ্রাজ হাইকোর্টের সরকারি ভাষা করা হোক।” অন্যদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তামিল ভাষাকে চিরন্তন বলে আখ্যায়িত করেছেন।

গত ২০১৪ সালে বিজেপি সরকার কেন্দ্রে আসার পর থেকেই দেশ জুড়ে হিন্দী ভাষাকে সরকারি ভাষা হিসেবে কার্যকর করার কথা তুলেছে বিজেপি। বিরোধী দল শাসিত রাজ্যগুলি থেকে বিজেপি আগাগোড়াই প্রতিরোধের মুখোমুখি হয়েছে। তার মধ্যে একটি রাজ্য হল তামিলনাড়ু। দক্ষিণের রাজ্যগুলি বরাবরই তাদের নিজেদের ভাষা নিয়ে বেশ বড়াই করে। তারা কোনও মতেই হিন্দী ভাষাকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করতে রাজি নয়। বহু কাল ধরেই হিন্দী ভাষার বিরুদ্ধে তামিলনাড়ুর বিরোধিতা রয়েছে।

অন্যদিকে, সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির এক অনুষ্ঠানে বলেন, বিজেপি সরকার সমস্ত স্থানীয় ভাষাকেই সম্মান করে। জাতীয় শিক্ষা নীতির প্রসঙ্গ তুলে তিনি জানান, সমস্ত স্থানীয় ভাষাকেই জায়গা করে দেওয়া হয়েছে। তবে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের এই আবেদনে প্রধানমন্ত্রী সাড়া দিয়েছেন কিনা তা এখনও স্পষ্ট নয়।

এদিন তামিলনাড়ুতে এসে প্রধানমন্ত্রী বলেন, “তামিল ভাষা চিরন্তন এবং তামিলের সংস্কৃতি ছড়িয়ে আছে গোটা বিশ্ব জুড়ে। চেন্নাই থেকে কানাডা, মাদুরাই থেকে মালয়েশিয়া, নামাক্কাল থেকে নিউ ইয়র্ক, সালেম থেকে দক্ষিণ আফ্রিকা এবং পোঙ্গল পুথান্ডুর-এর মতো জনপ্রিয় উৎসবগুলি অত্যন্ত উৎসাহের সঙ্গে পালন করা হয় প্রতি বছর। আর, সেই কারণেই কেন্দ্রীয় সরকার তামিল ভাষা এবং তাদের সংস্কৃতিকে জনপ্রিয় করে তুলতে প্রতিজ্ঞাবদ্ধ। এই চলতি বছরেই জানুয়ারি মাসে চেন্নাইতে সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ক্ল্যাসিকাল তামিলের একটি নতুন ক্যাম্পাস স্থাপন করা হয়েছে। পুরোপুরি কেন্দ্রীয় সরকারের আর্থিক সহযোগিতায় গড়ে উঠেছে এই নতুন ক্যাম্পাসটি।”

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close