সুরা প্রেমীদের জন্য দুঃখের সংবাদ।
এবার তালা লাগতে চলেছে রাজ্যের একাধিক মদের বার এবং ঠেকে। যুব সমাজকে মদ্যপানের প্রতি ঝোঁক কমাতেই এই উদ্যোগ মধ্যপ্রদেশ প্রশাসনের।
সূত্র মারফত জানা যাচ্ছে রবিবার মধ্যপ্রদেশের ক্যাবিনেট বৈঠকের পরেই নতুন আবগারি নীতি গ্রহণের কথা ঘোষণা করা হয়েছে।
ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র বলেন, ‘ রাজ্যে মদ্যপানের হার কমানোর চেষ্টা দীর্ঘদিন ধরেই চালাচ্ছিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
২০১০ সালের পর থেকে রাজ্যে নতুন করে আর একটাও মদের দোকান খোলেনি। এমনকি বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক দোকান। এমন ভাবেই নতুন আবগারি নীতি তৈরি করা হয়েছে যাতে মদ্যপান কমানো যায়।
ফোর্টিন টাইমলাইন, মধ্যে প্রদেশ।