মার্কশিট দিতে দেরি করছিলেন শিক্ষিকা আর সে কারণে শিক্ষিকার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দিল ছাত্র। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যপ্রদেশে। আশঙ্কা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঐ শিক্ষিকা। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
সূত্রের খবর, অভিযুক্তের নাম আশুতোষ শ্রীবাস্তব। তিনি মধ্যপ্রদেশের ইন্দোরের বিএম ফার্মেসি কলেজের প্রাক্তন ছাত্র। আজ, সোমবার ওই কলেজের অধ্যক্ষা বিমুক্ত শর্মার ওপর হামলা চালান তিনি। ওই অধ্যক্ষার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। বর্তমানে কথাও বলতে পারছেন না তিনি। অন্যদিকে হাত পুড়ে গিয়েছে অভিযুক্তের। এমনকি তিনচা জলপ্রপাতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল ওই ছাত্র। ঠিক সে সময়তেই তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ফোর্টিন টাইমলাইন, মধ্যেপ্রদেশ|