বিয়ের ক’দিন আগে হবু স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের জালনায়।
সূত্রের খবর, শনিবার জালনার বেলোরা গ্রামে ১৮ বছরের এক তরুণীর গলার নলি কেটে খুনের অভিযোগ উঠেছে ২৪ বছরের এক যুবকের বিরুদ্ধে। আগামী মাসেই ওই যুবকের সঙ্গে তরুণীর বিয়ের কথা ছিল। ফোনে তাদের মধ্যে কোনও বিষয়ে ঝামেলা হয়।
তারপর যুবক বারবার তরুণীকে ফোন করলেও সেই ফোন তোলেননি তিনি। অভিযোগ, এরপরই প্রেমিকার বাড়িতে গিয়ে তাঁর গলার নলি কেটে খুন করেন যুবক।
তরুণীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে যান।তারাই খবর দেন পুলিশে। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে।
ফোর্টিন টাইমলাইন, মহারাষ্ট্র।