Maharashtra : ঘুষ নেওয়ার অভিযোগে যুবক গ্রেফতার

আরও পড়ুন

সোমবার বিদ্যুৎ সংস্থার ইঞ্জিনিয়ারকে ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করল দুর্নীতি দমন ব্যুরো। ঘটনাটি ঘটেছে মহারাষ্টের থানেতে।

সূত্রের খবর, অভিযুক্ত যুবকের বাড়ি মহারাষ্ট্রের রায়গড় জেলায়। উৎকোচ নেওয়া মানুষটি স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানীর জুনিয়র ইঞ্জিনিয়ার। একটি বিদ্যুৎ বিচ্ছিন্ন পরিবারের বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করার জন্য ২০ হাজার টাকা দাবি করেছিলেন বলে ওই পরিবারের অভিযোগ। তারা আরও জানান, পারস্পরিক আলোচনার পর ওই ইঞ্জিনিয়ার ১৫ হাজার টাকায় সেই কাজ করতে রাজি হন। তাদের অভিযোগের ভিত্তিতেই ওই ইঞ্জিনিয়ারকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন ব্যুরো। পুরো বিষয়টি বর্তমানে বিচারাধীন ।

তবে সাধারণ মানুষকে যেনও সরকারি কোনও দফতরে কাজের জন্য গিয়ে এধরণের দুর্নীতির শিকার হতে না হয় প্রশাসনের সে ব্যাপারে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

ফোর্টিন টাইমলাইন, মুম্বই, মহারাষ্ট্র।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close