Maharashtra : দু’শো ফুট খাদে পরেও অক্ষত যাত্রীরা

আরও পড়ুন

রবিবার বিকেলে যাত্রীবাহি একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় । ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের মুম্বই থেকে ১৪০ কিলোমিটার দূরে ভিহুল গ্রামে। গাড়িটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা মেরে ২০০ ফুট গভীর গর্তে পড়ে যায়।

সূত্রের খবর, আহতদের সকলেই একই পরিবারের সদস্য। তাদের বাড়ি আন্ধেরিতে। নিনাদ রাউল নিজেই গাড়ি চালিয়ে শ্রীবর্ধন থেকে বাড়ি ফিরছিলেন। গাড়িতে ছিলেন তাঁর স্ত্রী, ছেলে এবং বাবা মা। ভিহুল গ্রামের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন নিনাদ।তার পরেই ঘটেযায় ভয়ঙ্কর দুর্ঘটনা। গাছের সঙ্গে ধাক্কা লাগার ফলে হাইওয়ের পাশে ২০০ ফুট গভীর গর্তে আরোহী সমেত পড়ে যায় গাড়িটি। কিন্তু রাখেন হরি,, মারে কে? তাই ২০০ ফুট নীচে পড়ে যাওয়ার পরেও অবিশ্বাস্যভাবে বেঁচে গেলেন সকলেই।স্থানীয় এক ব্যক্তি চোখের সামনে এই দুর্ঘটনা ঘটতে দেখে সঙ্গে সঙ্গে মনগাওঁ থানায় খবর দেন। খবর পেয়েই উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। , খাদের ভিতর একটি সমতলে পড়ার ফলে কারও তেমন ক্ষতি হয়নি। । যদিও উদ্ধারকারীরা না পৌঁছন পর্যন্ত গাড়ির ভিতরেই আটকে ছিলেন যাত্রীরা। প্রাথমিক চিকিৎসার পর আপাতত সুস্থই রয়েছেন সকলে। এই মুহূর্তে পুলিশ কোনও মামলা দায়ের করেনি । পরিবারের সদস্যদের বয়ান নথিভুক্ত করার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে পুলিশ প্রশাসনের তরফথেকে জানান হয়েছে ।

ফোর্টিন টাইমলাইন, মুম্বই, মহারাষ্ট্র।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close