Maharasthra : শিন্ডের নাম লেখা খাম ভর্তি টাকা উদ্ধারে গ্রেফতার সঞ্জয় রাউত

আরও পড়ুন

গ্রেফতারি নিয়ে ইতিমধ্যেই গোটা মহারাষ্ট্র এখন রাজনৈতিক গুঞ্জন। টানা ৬ ঘন্টা সঞ্জয় রাউতকে জেরা করার পর অবশেষে ইডি গ্রেপ্তার করেছে তাঁকে।

সূত্রের খবর, গতকাল রবিবার দিনভর তল্লাশি চালিয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডি অবশেষে ৬ ঘন্টার তল্লাশির শেষে সঞ্জয় রাউতকে গ্রেফতার করেছে ইডি।

ইডি সূত্রের খবর, সঞ্জয় রাউতের বাড়ি থেকে যে সাড়ে ১১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ১০ লাখ টাকার একটি খাম পাওয়া গিয়েছে যার উপরে লেখা মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নাম। জানা যাচ্ছে, এই টাকাটি সঞ্জয়ের রাউতকে দেওয়া হয়েছিল আদিত্য ঠাকরের অযোধ্যা সফরের কারণে একনাথ শিন্ডেকে দেওয়ার জন্য। কিন্তু সেই টাকা কেনও একনাথ শিন্ডের কাছে পৌঁছয়নি ? তাই নিয়ে উঠেছে প্রশ্ন। অন্যদিকে, সঞ্জয় রাউতের বাড়ি থেকে একনাথ শিন্ডের নাম লেখা খাম ভর্তি টাকা উদ্ধার হওয়ার পরেই শিবসেনার অন্দরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপাউনতোর। এমনকি রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন সঞ্জয় রাউতের গ্রেফতারি কার্যত উদ্ধব শিবিরের কাছে সবচেয়ে বড় ধাক্কা।

টাইমস ফোর্টিন ব্যুরো মহারাষ্ট্র

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close