পাওয়ারের উপর হামলায় অসন্তুষ্ট মমতা।

গতকাল, শুক্রবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের বাড়িতে হামলার অভিযোগ ওঠে

আরও পড়ুন

দেশের অন্যতম প্রবীণ রাজনীতিবিদ শরদ পাওয়ারের বাড়িতে আচমকাই হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। শনিবার সকালে টুইট করে মুখ্যমন্ত্রী লেখেন এমনটাই খবর সূত্রে জানা গিয়েছে। প্রায় শতাধিক মহারাষ্ট্রের কর্মী হঠাৎ বিক্ষোভ দেখাতে শুরু করেন পাওয়ারের সিলভার ওক আবাসনের বাইরে।

sharad-pawar

 প্রসঙ্গত , চটি জুতো সহ পাথর ছোড়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। রাজ্যবাস পরিবহন নিগম জানান শরদ পাওয়ার, কর্মীদের অভাব অভিযোগ শুনতে নারাজ। প্রায় ৫ মাস ধরে লাগাতর ধর্মঘট করেন কর্মীর তবুও মেলেনি কোনোরকম আশ্বাস।

 

সংবাদ মাধ্যমে জানা যায় গতকালের এই ঘটনায় ১৩২ জনের নাম এফ আই আর করা হয়েছিল তার মধ্যে গ্রেফতার করা হয়েছে এখনো পর্যন্ত ১০৪ জন কর্মীকে এই বিষয়ে পাওয়ার কিছু বক্তব্য প্রকাশ করেন, তাঁর মতে ‘কর্মীদের ভুল বোঝানো হয়েছে তাই এমন হামলা’।

mumbai-police। 

এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে এই হামলার ঘটনাই নিজের কিছু সাধুবাদ বক্তব্য রেখেছেন। মন্ত্রী মহলের দাবী এটি জোটের ভাঙ্গন ধরানোর একটা নিছক চেষ্টা মাত্র। ‘আমরা একই পরিবারের মধ্যে আবদ্ধ আছি , কোনোরকম রাজনৈতিক জল্পনা আমাদের মধ্যে ভাঙ্গন ধরাতে পারবে না’ এমনটাই জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close