সৌরভকে নিয়ে কটাক্ষ এবার মনোরঞ্জন ব্যাপারীর

আরও পড়ুন

রাজনীতিতে পদার্পন করা নিয়ে বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে রানৈতিক মহলে জল্পনার সৃষ্টি হয়েছে। এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়া ডোনা গঙ্গোপাধ্যায় কেবল মন্তব্য করেন, তিনি রাজনীতিতে এলে ভাল হবে বলে জানিয়েছেন। কিন্তু, এর মধ্যেই রাজনীতিকদের কটাক্ষের সম্মুখীন হলেন ‘প্রিন্স অফ ক্যালকাটা (Prince of Calcutta)’।

সম্প্রতি, অমিত শাহের সঙ্গে শাহী নৈশভোজ করা নিয়ে এবার মন্তব্য করলেন বলাগড় তৃণমূল বিধানসভার বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ‘আলালের ঘরের দুলাল’ বলে সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে ফেসবুকে কটাক্ষ করেছেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “ব্যাট দিয়ে ভালো বল ঠুকতে পারে। সে নিয়ে আর যাই হোক দেশ জাতি মানুষের কোনও হিত মঙ্গল হয় না। মাত্র সে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারে।”

https://www.facebook.com/manoranjan.byapari?hc_ref=ARRs0slWKPt3xfzhAMH_XF9G0UAx0_W_tO2JtWWNiztOlvm8y_JWr0k1U9DfvwI45Gw&fref=nf

বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী সৌরভকে কটাক্ষ করার পরেও তিনি অমিত শাহ-র নামেও বাংলা ভাষা সাহিত্য-সংস্কৃতি বিরোধী-বাংলা ভাগের চক্রান্তকারী বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মনোরঞ্জন ব্যাপারী ফেসবুক পোস্টের শেষে লিখেছেন, “সৌরভকে নয়, যারা তাকে বাঙালির আইকন বলে ধেই ধেই নাঁচে তাদের দেখে করুনা হয়।”

উল্লেখ্য, শুক্রবার রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে নৈশভোজ সারার সঙ্গে মহারাজের BJP-তে যোগদান নিয়ে জল্পনা শুরু হয়। প্রসঙ্গত, সৌরভ-পত্নী ডোনা গঙ্গোপাধ্যায় তাঁর রাজনীতিতে যোগদান নিয়ে মন্তব্য করার ফলে রাজনৈতিক মহলে জল্পনার উদ্ভব হয়।ফলে, অনেকেই ভাবতে থাকেন মহারাজ পদ্ম শিবিরেই পা রাখতে চলেছেন। বিজেপি নেতৃত্বের সঙ্গে নৈশভোজের পরদিন সকালেই তৃণমূলের মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে একই মঞ্চে দেখা যায় মহারাজকে। এরপর, মহারাজ স্বয়ং বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমার খুব কাছের মানুষ”। সংগত কারণেই কোন দলের ভাগ্যে সৌরভের শিঁকে ছেড়ে, সেটাই এখন দেখার।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close