উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী জোটের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মার্গারেট আলভা। সূত্রের খবর, মনোনয়ন-পর্বে থাকবেন না তৃণমূলের কোনও প্রতিনিধি। উপ-রাষ্ট্রপতি পদে বিরোধী জোটের প্রার্থী মার্গারেট আলভাকে তৃণমূল সমর্থন জানাবে কিনা, তাও এখনও স্পষ্ট নয়।
সূত্রের খবর, মঙ্গলবার সতেরো বিরোধী দলের উপ-রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত হলেন মার্গারেট আলভা। মার্গারেট আলভা তার উপ-রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেওয়ার সঙ্গে ছিলেন মল্লিকার্জুন খার্গে, রাহুল গান্ধী, জয়রাম রমেশ-আরও অনেকেই।
সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি ভোটে এনডিএ জোটের প্রার্থী জগদীপ ধনখড়। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন। সোমবার তার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়করি, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা-সহ অন্যান্যরা।
ব্যুরো নিউজ, টাইমস ফোর্টিন বাংলা, নয়া দিল্লি।