মাঝ আকাশে ঘটল বিপত্তি। এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ। মাঝ আকাশে হঠাৎই বন্ধ হয়ে গেল বিমানের ইঞ্জিন। সূত্রের খবর, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাটা গ্রুপের অন্তর্গত A320neo বিমানটি উড়ান শুরু করেছিল। উড়ানের ২৭ মিনিটের মাথায়ই ফের ফিরে আসতে হল বিমান বন্দরে। কিছু যান্ত্রিক গোলযোগের জেরে মাঝ আকাশে আচমকাই বন্ধ হয়ে যায় বিমানের ইঞ্জিন। জানা গিয়েছে, বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা হয়েছিল বিমানটি।
উল্লেখ্য, এদিন সকাল ৯টা ৪৩ মিনিট নাগাদ বিমান বন্দর থেকে উড়ানের কয়েক মিনিট পরই বিমান চালকেরা ইঞ্জিনে কিছু গোলমাল রয়েছে বলে একটি ওয়ার্নিং পান। ইঞ্জিনে উচ্চ নিষ্কাশন গ্যাসের তাপমাত্রা সম্পর্কে সতর্কতা পেয়েছিলেন তাঁরা। ইঞ্জিন বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই সকাল ১০ টা ১০ মিনিটে ফের বিমান বন্দরে ফিরে আসে বিমানটি। কোনওরকম ঝুঁকি না নিয়েই অবতরণ করে বিমানটি। তবে, হঠাৎ এই অবতরণের জন্য যাত্রীদের একাংশ এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এদিন এয়ার ইন্ডিয়ার মুখপাত্র জানিয়েছেন, “বিমান বন্দরে ফিরে আসার পর এয়ারক্র্যাফট পরিবর্তন করা হয়৷ তারপর যাত্রীদের ফের বেঙ্গালুরুর উদ্দ্যেশ্যে নিয়ে যাওয়া হয়। ইতিমধ্যেই এভিয়েশন রেগুলেটর ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন এই ঘটনার তদন্ত শুরু করেছে৷” তিনি আরও বলেন, “এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা এমনিতেই বেশ ভালো। আমাদের ক্রু এই পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট পারদর্শী। এই সমস্যা সৃষ্টি হওয়ার কারণ খতিয়ে দেখছে আমাদের ইঞ্জিনিয়াররা।”
সম্প্রতিই, এয়ার ইন্ডিয়ার বিমান কিনে নিয়েছে টাটা গ্রুপ। বিমান সংস্থার তরফ থেকে বলা হচ্ছে এই ঘটনা ঘটেছে যান্ত্রিক ত্রুটির কারণেই। তবে, এদিন বিমানে থাকা বহু যাত্রীই অসন্তোষ প্রকাশ করেছে এই ঘটনায়। তবে, বিমানে থাকা প্রত্যেক যাত্রীকেই নিরাপদে অবতরণ করানো হয়েছে, কারোর কোনওরকম ক্ষতি হয়নি।