ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল একটি মিনি বাস। খাদে পড়ে এমন দুর্ঘটনায় এখনও পর্যন্ত মৃত ১১। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের পুঁঞ্চ জেলার সওজিয়ান এলাকায়। একাধিক যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। তাদের উদ্ধার কাজ চলছে। এই ঘটনায় মৃত্যুর আশঙ্কা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, এমন মর্মান্তিক দুর্ঘটনার পর ঘটনাস্থলে পৌঁছয় জম্মু-কাশ্মীর থানার পুলিশ। সঙ্গে ঘটনাস্থলে আসে ভারতীয় সেনারও। ইতিমধ্যেই গুরুতরভাবে আহত যাত্রীদের উদ্ধার কাজ শুরু করা হয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে শোকপ্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের গর্ভনর মনোজ সিনহা। তিনি নিহতদের আর্থিক সহায়তার জন্য পরিবার পিছু ৫ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা করেন। তিনি আহতদের ভালো চিকিৎসার মাধ্যমে দ্রুত সুস্থ করে তোলার জন্যও নির্দেশ দিয়েছেন প্রশাসনিক আধিকারিকদের। পুলিশের অনুমান, খারাপ আবহাওয়ার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে।
ফোর্টিন টাইমলাইন, জম্মু এবং কাশ্মীর।