ইম্যানুলকে শুভেচ্ছার ট্যুইট মোদীর

দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ইম্যানুয়েল ম্যাক্রো নির্বাচিত হওয়ায় টুইট করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আরও পড়ুন

ফ্রান্সের প্রেসিডেন্ট পদে ইম্যানুয়েল ম্যাক্রো(Emmanuel Macron) দ্বিতীয়বার নির্বাচিত হতে না হতেই শুভেচ্ছাবার্তা জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মোদী ট্যুইট করে ইম্যানুয়েল ম্যাক্রোকে শুভেচ্ছা জানান। ভারত ও ফ্রান্সের সম্পর্ক আরও মজবুত করার কথাও বললেন তিনি। সরকারি সূত্রের খবর, আগামী মে মাসেই ইউরোপ সফরে যেতে পারেন নরেন্দ্র মোদী। ইউরোপ সফরে গিয়ে তিনি সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো এবং জার্মান চ্যান্সেলর ওলাফ স্কলজ(Olaf Scholz)-এর সঙ্গে দেখাও করবেন। মোদীর সফর হয়তো ২ মে থেকে ৬ মে পর্যন্ত চলবে। কোপেনহেগেনের ভারত-নর্ডিক সামিটে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

ফ্রান্সে রবিবার রাতেই নির্বাচন হয়। নির্বাচনে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হন ইম্যানুয়েল ম্যাক্রো। সূত্রের খবর, প্রায় ৫৮ শতাংশ ভোট নিয়ে প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন তিনি। সোমবার সকালেই টুইট করে ফ্রান্সের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানান মোদী। নরেন্দ্র মোদী ট্যুইট করে বলেন,”আমার বন্ধু ইম্যানুয়েল ম্যাক্রোকে অভিনন্দন জানাচ্ছি দ্বিতীয়বার ফ্রান্সের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার জন্য। ভারত ও ফ্রান্সের কূটনৈতিক সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যে একসঙ্গে কাজ করার আশা করছি। “

ইম্যানুয়েলের প্রেসিডেন্সি পদে জয় ঘোষণার পরই প্রধানমন্ত্রীর ইউরোপের কথাও সামনে চলে আসে। জানা গেছে, নরেন্দ্র মোদী হয়তো প্যারিসে গিয়ে সরাসরি তাদেরকে শুভেচ্ছা জানাবেন। ভারত ও ফ্রান্সের মধ্যে অত্যন্ত রাজনৈতিক ও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সঙ্কটের সময় দুই দেশই একে ওপরের সাহায্য করবে বলেও প্রতিশ্রুতি নেওয়া হয়েছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close