করোনা ও বিভিন্ন সংক্রমক রোগের পর এবার বিশ্ব জুড়ে আতঙ্ক ছড়াল মাঙ্কি পক্সের কারনে। ক্রমশ বিশ্বজুড়ে কোভিড আতঙ্কের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কি পক্স নামের এই ছোঁয়াচে রোগ। ইউরোপ, আমেরিকা -সহ বিশ্বের প্রায় ৮০ টি দেশে মাঙ্কিপক্স ভাইরাস থাবা বসিয়েছে। ভারতেও সংক্রমিতের সংখ্যা বেড়ে চলেছে।দিল্লি ও কেরলেই এখনও পর্যন্ত আক্রান্তের খোঁজ মিলেছে। ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৯ জন।
মাঙ্কিপক্স প্রতিরোধে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কোভিড রুখতে যে সমস্ত প্রতিরোধমূলক ব্যবস্থাগুলির উপর এতদিন জোর দেওয়া হত মাঙ্কিপক্স ঠেকাতেও তেমনই ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিমানবন্দরগুলিতে স্ক্রিনিং চালু করা হয়েছে।
বিশেষজ্ঞ ও চিকিৎসকদের মতে মাঙ্কি পক্স একটি বসন্ত রোগ। এই রোগের সঙ্গে চিকেন পক্সের মিল রয়েছে। মাঙ্কি পক্স ও চিকেন পক্স এই দুই রোগের উপসর্গ অনেকটাই এক। এই রোগের ফলে জ্বর, হাত-পা, গায়ে ও পিঠে ব্যথা, কাঁপুনি ও গায়ে গুটি গুটি জল ফোস্কা দেখা যায়। এই ফোস্কাগুলির কারনে প্রচন্ড যন্ত্রণার সম্মুখীন হতে হয় আক্রান্ত রোগীদের। সংক্রমিত ব্যক্তিরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে।
মাঙ্কি পক্স মূলত বাঁদরের শরীর থেকে ছোঁয়াছুঁয়ির মাধ্যমে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করে। এই রোগে আক্রান্ত রোগীর পাশে বা তার সংস্পর্শে এলে ও তার ব্যবহার করা জিনিস ব্যবহার করার মাধ্যমেও এই রোগ ছড়িয়ে পড়ে ।
টাইমস ফোর্টিন ব্যুরো, নয়া দিল্লি।