Mulayam Singh Yadav Death : রাজনীতিতে নক্ষত্র পতন, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন

প্রয়াত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব(Mulayam Singh Yadav)। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ গুরুগ্রামের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। ভারতীয় রাজনীতিতে এমন নক্ষত্রপতনের ফলে শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে।

সূত্রের খবর, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব সকলের কাছে ‘নেতাজি’ নাম পরিচিত ছিলেন। কয়েক বছর যাবৎ তাঁর নানান শারীরিক সমস্যা ধরা দেয়। সেই কারনেই দলের নানান গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তিনি সরে যান। এরপর তাঁর শ্বাসকষ্টের সমস্যার কারনে তাকে গুরুগ্রামের একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। তাঁর নানারকম শারীরিক সমস্যার কারনে তাঁকে আইসিইউ-তে পর্যবেক্ষণে রাখা হয়। এই প্রবীণ নেতাকে সুস্থ করে তোলার জন্য অনেক চেষ্টা করেন ওই হাসপাতালে কর্মরত চিকিৎসকেরা। গত মাসের ২২ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু সোমবার সকালে তাঁর লড়াই শেষ হয়। তাঁর জীবনাবসানের শোকে শোক জ্ঞাপন করেছেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

বাবার মৃত্যুর খবর প্রথম জানান তাঁর সুপুত্র অখিলেশ যাদব। তিনি সোমবার সকালে টুইট করে বলেন, “আমার শ্রদ্ধেয় বাবা, সকলের নেতা আর নেই।”

বৃহস্পতিবারই হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা অতি সংকটজনক। তাঁকে জীবনদায়ী ওষুধ দেওয়া হচ্ছে অথচ তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি নেই।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close