শুক্রবার আচমকাই ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেল মুম্বইয়ের চিত্রকূট ষ্টুডিও। এই ঘটনায় রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে ষ্টুডিও চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সহ বিশাল দমকলবাহিনী। দমকলের মোট ১২ টি ইঞ্জিন সেখানে পৌঁছয়। ভয়াবহ এই অগ্নিকান্ড নিয়ন্ত্রণে আনার প্রাণপনে চেষ্টা করেন দমকল বাহিনীর কর্মীরা।
এখনও পর্যন্ত আগুন লাগার কোনও নির্দিষ্ট কারণ খুঁজে পাওয়া না গেলেও দমকলকর্মীদের অনুমান, স্টুডিওতে থার্মোকল ও প্লাস্টিকের সেট থাকায় কোনোভাবে আগুন লেগে তা ভয়াবহ রূপ নিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
টাইমস ফোর্টিন ব্যুরো, মুম্বাই, মহারাষ্ট্র, ।