হেলিকপ্টারটি বম্বে হাই-তে তেল খনি এলাকায় জরুরি অবতরণ করেছে। ওএনজিসি (ONGC) টিমও জীবিতদের উদ্ধারে নিযুক্ত রয়েছেন।সূত্রের খবর,আজ মুম্বাইয়ের কাছে আরব সাগরে বম্বে হাই-এর কাছে একটি হেলিকপ্টারকে জরুরি অবতরণ করানো হয়েছে। জানা গেছে ,এতে সাতজন যাত্রী ও দু’জন পাইলট রয়েছেন। ওএনজিসি-র রিগ ‘সাগর কিরণ’-এর কাছে আরব সাগরে এই জরুরি অবতরণ করা হয়েছিল। ওএনজিসি (ONGC) তাৎক্ষণিক ত্রাণ ও উদ্ধার অভিযান চালিয়ে এ পর্যন্ত পাঁচজনকে উদ্ধার করেছে।
উল্লেখ্য, অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড (ONGC) টুইট করে জানিয়েছে-হেলিকপ্টারটি বম্বে হাই-তে তেল খনি এলাকার কাছে জরুরি অবস্থায় অবতরণ করে। ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এই হেলিকপ্টারটিও (ONGC) কর্তৃপক্ষেরই। এটি সাগর কিরণের কাছে একটি খাদে পড়ে গেছে। উদ্ধার ও ত্রাণকার্যে মুম্বই উপকূল থেকে একটি জাহাজ পাঠানো হয়েছে। তবে কি কারণে জরুরি অবতরণ তা এখনও জানা যায়নি
ব্যুরো নিউজ, মুম্বই , টাইমস ফোর্টিন বাংলা।