কন্যাসন্তান পরিবারের কখনও দায় হতে পারে না- স্ত্রী ও কন্যার ভরণপোষণ সংক্রান্ত একটি মামলার শুনানিতে সম্প্রতি এমনই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্ট।
শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি এ এস বোপান্নার ডিভিশন বেঞ্চের এজলাসে উপস্থিত হয়ে মামলাকারীর তরফে আইনজীবী ‘কন্যা মানেই দায়’ শব্দবন্ধ উচ্চারণ করা মাত্রই তাঁকে মাঝপথে থামিয়ে দিয়ে আদালত বলে, ”ভুল করছেন। কন্যাসন্তান কোনোদিনই পরিবারের দায় হতে পারে না।” এই মন্তব্য করতে গিয়ে সংবিধানের যে ১৪ নম্বর ধারায় সব নাগরিকের সমতার অধিকারের কথা বলা আছে, তারও উল্লেখ করেন বিচারপতিরা।
সূত্রের খবর, ২০১৮-র অক্টোবরে এই মামলাকারী গৃহকর্তাকেই স্ত্রী ও কন্যার ভরণপোষণের জন্য মাসে আট হাজার ৪০০ টাকা করে দেওয়ার নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু অভিযোগ, স্ত্রী মারা যাওয়ার পরে কার্যত হাত তুলে নিয়েছেন ওই ভদ্রলোক। মেয়েকে দেখা তো দূরের কথা, বাক্যালাপও বন্ধ করে দিয়েছেন। বাবার সঙ্গে কথা বন্ধ করে দিতে বাধ্য হয় নাবালিকাও । এই ঘটনার কথা শুনেই আদালত নির্দেশ দেয়, ”কোর্টের ক্যান্টিনে গিয়ে আজই কথা বলুক বাবা-মেয়ে। আর কিছু না-পারুক, কোর্ট এই কাজটা তো করতেই পারে।”
উল্লেখ্য, আইনে স্নাতক ওই নাবালিকা এই মুহূর্তে বিচারক হওয়ার জন্য পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছে। এ কথা জানার পরেই কোর্টরুমে তরুণীর উচ্ছ্বসিত প্রশংসা করেন বিচারপতিরা। তাঁকে শুধুই পরীক্ষার দিকে মনোনিবেশ করার পরামর্শ দেয় বেঞ্চ। আর মেয়েটির বাবার উদ্দেশে বিচারপতিরা বলেন, ”এমন মেয়েকে আপনারা দায় বলে উল্লেখ করে ঝেড়ে ফেলতে চাইছেন? এই মেয়ে তো সংসারের মুখ উজ্জ্বল করবে।”