শীতের মরসুম শুরু হতে না হতেই বিষাক্ত গ্যাসে আচ্ছন্ন ভারতের রাজধানী শহর নয়া দিল্লি। শনিবার সকালে শহরে বাতাসের গুণমান গড় সূচক ছিল -৩৮১। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এই দূষণ রুখতে ইতিমধ্যেই একাধিক প্রকল্প কার্যকর করেছে । প্রতিবারের মতো এবারও যানচলাচল নিয়ন্ত্রণে অগ্রসর হয় প্রশাসন। তবে এবিষয়ে এবার রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বিশেষজ্ঞদের। তাদের মতে- এই বিষাক্ত বাতাসে ক্ষতিগ্রস্ত হতে পারে সুস্থ মানুষের শ্বাসযন্ত্র।
শীতের মরসুমে এই দূষণের মাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাতাসে ভাসমান দূষিত কনাগুলি রক্ত ও ফুসফুসে মিশে গেলে সুস্থ মানুষের বিপদের আশঙ্কা বাড়তে পারে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এই দূষণের ফলে গলা,বুক জ্বালা ,শ্বাসকষ্ট যেমন হচ্ছে ঠিক তেমনি ফুসফুসে ক্যান্সার হওয়ার আশঙ্কাও রয়েছে। এই বিষয়ে এইমসের প্রাক্তন ডিরেক্টর ডক্টর রণদীপ গুলেরিয়াও মানুষকে সতর্ক থাকতে বলেছেন।। কেনও বায়ুদূষণের ফলে শতাধিক দিল্লিবাসী মৃত্যুর কবলে পড়ছেন কেউ তা বুঝতে পারছে না। যদিও তার দাবি- সিগারেটের ধোঁয়া থেকে যে বায়ু দূষণ হয় তা মানুষের ফুসফুসকে অধিক মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে। এমন ঘটনার পর কেন্দ্র এবং রাজ্য সরকার স্বাস্থ্য দপ্তরকে সর্তকতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
ব্যুরো নিউজ , নয়াদিল্লি।