New Delhi : মহাষ্টমীতে ভারতীয় বায়ুসেনার হাতে দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘প্রচণ্ড’

আরও পড়ুন

মহাঅষ্টমীর সকালে ভারতীয় বায়ুসেনায় যোগ দিল ‘প্রচণ্ড’। যা সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ । প্রসঙ্গত নয়া যুদ্ধবাজ হেলিকপ্টারের যোগ দানে অনেকটা শক্তি বাড়ল বায়ুসেনার। সোমবার রাজস্থানের যোধপুরে বায়ুসেনার পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, সিডিএস জেনারেল অনিল চৌহান এবং আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরী। সোমবারের অনুষ্ঠানে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন- কার্গিল যুদ্ধের সময়ই আক্রমণকারী হেলিকপ্টারের প্রয়োজন অনুভব করেছিল ভারতীয় বায়ুসেনা। প্রচণ্ড-র অন্তর্ভুক্তিকে ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক মাইলফলক বলেই উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড। সেনা সূত্রে খবর, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির ব্যবহার করেই এই হেলিকপ্টারটি তৈরি করা হয়েছে। এটি বিশ্বের একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬ হাজার ৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র ও জ্বালানি-সহ উড়তে পারে। এই চপার হিমালয়ের উচ্চতায় উড়তে সক্ষম। এছাড়া এই চপার অন্যতম বৈশিষ্ট, যে কোনও ধরনের আবহাওয়ায় উড়তে সক্ষম ‘প্রচণ্ড’৷ এই কপ্টারে এয়ার-টু-এয়ার মিসাইল, ২০ মিমি টারেট গান, রকেট সিস্টেম এবং অন্যান্য অস্ত্র দেওয়া হয়েছে।

ভারতীয় বায়ুসেনায় ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’-এর অন্তর্ভুক্তিকরণে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন রাজনাথ সিং। তিনি লেখেন, “একটি স্বরণীয় মুহূর্ত। প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সক্ষমতা প্রমাণিত হল।” তাঁর কথায়, “এই কপ্টারের হাত ধরে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বহু গুণ বেড়ে গেল।” বিশেষজ্ঞদের মতে, আগামী কয়েক বছরে বায়ুসেনার শক্তিশালী অস্ত্র হয়ে উঠতে চলেছে প্রচণ্ড। জানা গিয়েছে, দেশীয় প্রযুক্তিতে তৈরি ৯৫টি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ ভারতীয় সেনার অংশ হতে চলেছে৷ শুধু মাত্র বায়ুসেনাতেই যোগ দেবে ৬৫টি ‘প্রচণ্ড’। এই প্রকল্পে খরচ হয়েছে ৩ হাজার ৫০০ কোটি টাকা।

ফোর্টিন ওয়েবডেস্ক।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close