জগন্নাথ দেবের স্নানযাত্রা নিয়ে নয়া উন্মাদনা

আরও পড়ুন

এ বছর ৬২৬ তম ঐতিহাসিক মাহেশ এর জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হ’ল। কোভিডের কারণে গত দু বছর মন্দিরের মধ্যেই হয়েছে স্নানযাত্রা। এবছর সেভাবে করোনার থাবা নেই,তাই বরাবরেরমতো মন্দির সংলগ্ন স্নানপিঁড়ির ময়দানে ঐতিহাসিক স্নানপিঁড়ির বেদিতে হচ্ছে স্নানযাত্রা।ঘড়ির সময়ে তিথি অনুযায়ী এদিন দুপুর ১ টা বেজে ৪১ মিনিটে শুরু হয় স্নানযাত্রা। মোট ২৮ ঘড়া গঙ্গাজল ও দেড় মন দুধ দিয়ে জগন্নাথ দেব স্নান করলেন। আজ থেকে জগন্নাথ বলরাম সুভদ্রা জ্বরে পড়বেন ফের রথযাত্রার দু’দিন আগে কবিরাজ এসে পাচন দিয়ে প্রভুর জ্বর ভালো করবেন। এর পরদিন রাজবেশে জগন্নাথকে সজ্জিত করা হবে, একে বলা হয় নব কলেবর।

এরপরদিনই হবে ৬২৬ বছরে ঐতিহাসিক মাহেশের রথযাত্রা। এদিন এই স্নানযাত্রা চাক্ষুষ করতে
বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার ভক্ত এই মহেশে এসেছে।ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম উৎসব বলেহ পরিগণিত পুরীর পর মাহেশের রথ ও স্থানযাত্রা উপলক্ষে অতীতে চৈতন্যদেব রামকৃষ্ণ দেব মা সারদা বঙ্কিম চন্দ্র বিদ্যাসাগরের মনীষীদের পদ্ধতিতে ধন্য হয়েছিলেন।

ফোর্টিন টাইম লাইন ,পুরী

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close