Noida : প্রেমে ব্যর্থ, তরুণীকে তিনতলা থেকে ফেলে মারলো যুবক !

আরও পড়ুন

প্রেমের প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ যুবক তরুণীকে তিনতলা থেকে ফেলে দিল বলে অভিযোগ। মঙ্গলবার নয়ডায় এমন ঘটনা ঘটেছে।

সূত্রের খবর- ২২ বছরের এক তরুণীকে তিনতলা থেকে ফেলে দেয় গৌরব নামের এক যুবক। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মৃত ওই তরুণীর নাম শেতাল।

শেতালের পরিবার সূত্রে অভিযোগ- গত কয়েক মাস ধরেই তাদের মেয়েকে উত্যক্ত করছিল ওই যুবক । শেতালের ভাই কুণালের দাবি- পুলিশে এব্যাপারে অভিযোগ দায়ের করা হলেও অভিযোগ পেয়ে পুলিশ কোনও ব্যবস্থাই নেয়নি । এদিকে নয়ডার সিনিয়র পুলিশ কর্তা আশুতোষ দ্বিবেদীর দাবি- দীর্ঘদিন থেকেই পরিচয় ছিল গৌরব ও শেতালের। গৌরবের প্রেমের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর থেকেই শেতালকে বেশি করে উত্তক্ত করতে শুরু করে গৌরব। পুলিশ তাকে গ্রেফতারও করেছিল কিন্তু সেই সময় সে শেতালকে আর বিরক্ত করবে না এই প্রতিশ্রুতি দিলে পুলিশ তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়। কিন্তু বার বার শেতালকে প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয় গৌরব। শেষমেশ প্রতিহিংসা পরায়ণ হয়েই সে এই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে অনুমান নয়ডা পুলিশের । ঘটনাটি দেখতে পেয়েই আশপাশের লোকজন ঘিরে ধরে শেতালকে। সেসময় নিজের প্রাণ বাঁচাতে মৃতার দাদার পরিচয় দিয়ে এম্বুলেন্স করে শেতালকে নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করলেও পুলিশ সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে। গৌরবকে হাতে পেতে ফুঁসছেন এলাকার মানুষ।

ব্যুরো নিউজ, নয়ডা।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close