হোলির দিন দুই বান্ধবী মিলে দোকান থেকে বাড়িতে ফিরছিল। সেই সময় স্কুলের শৌচালয়ে
তাদের ধর্ষণ করল এক মদ্যপায়ী ব্যক্তি । ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাইয়ে।
সূত্রের খবর, এক জনের বয়স সাত, অন্য জনের নয়। বাড়ি ফেরার পথে একটি স্কুলে ঢুকেছিল দোলনায় দোল খাবে বলে। দু’জনে দোল খাচ্ছিল। হোলির কারণে স্কুলও বন্ধ ছিল। দুই শিশুকে ফাঁকা স্কুলে দোল খেতে দেখে এক মদ্যপায়ী ব্যক্তি সেখানে ঢুকে পড়েন।
এর পরই সাত বছরের শিশুটিকে জোর করে তুলে নিয়ে যান স্কুলের শৌচালয়ে। তাকে ধর্ষণ করে। বন্ধুর উপর হওয়া শারীরিক নির্যাতন দেখে মদ্যপায়ী ব্যক্তিকে বাধা দেওয়ার চেষ্টা করে বছর নয়েকের মেয়েটি। অভিযোগ, সাত বছরের শিশুটিকে ধর্ষণের পর তার সঙ্গীকেও ধর্ষণ করার চেষ্টা করেন মদ্যপায়ী ব্যক্তি । সেই চেষ্টা ব্যর্থ হওয়ায় কিশোরীর গালে কামড়ে দেন। তাকে মারধর করেন। এর পরই সাত বছরের শিশুটিকে তুলে নিয়ে গিয়ে স্কুলের কাছেই একটি ঝোপে ফেলে দিয়ে চম্পট দেন।
মদ্যপায়ী ব্যক্তি চলে যাওয়ার পর বছর নয়েকের মেয়েটি স্থানীয় লোকজনকে ডেকে ঘটনাটি বলে। তারা এসে শিশুটিকে ঝোপ থেকে আহত অবস্থায় উদ্ধার করেন।
এর পরই দুই শিশুর চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই শিশুদের পরিবার ধর্ষণের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগ পেয়েই অভিযুক্ত ব্যক্তির খোঁজ শুরু করে পুলিশ। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।অভিযুক্তের নাম ছোটু। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
ফোর্টিন টাইমলাইন, পাটনা।