কৃষিমন্ত্রী অতুল বোরার গাড়ির কনভয়ের কবলে পরে মৃত্যু হল এক পথচারীর। রবিবার ঘটনাটি ঘটে অসমের নগাঁওয়ের সামাগুড়ির তিনিয়ালিতে। মৃত ওই ব্যক্তির নাম মানস দাস। তার বাড়ি সামাগুড়ি এলাকায়।
সূত্রের খবর, মানস দাস তার স্কুটার নিয়ে রবিবার বিকেলে বাজারে যাচ্ছিলেন। আচমকাই সেই কনভয়টি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মেরে কনভয়টি অনেক ক’বার পাল্টি খায় বলে প্রতক্ষদর্শীদের দাবি। দুর্ঘটনার সময় একটি এস ইউ ভি (SUV ) গাড়ির সঙ্গে ধাক্কা লাগে বলে খবর । এমন দুর্ঘটনার কবলে পড়ে বেশ কয়েকজন আহতও হন। স্থানীয় মানুষেরা তড়িঘড়ি তাদের হাসপাতালে নিয়ে যান। মানস দাস নাম ওই ব্যক্তি গুরুতরভাবে আহত হওয়ায় তাকে নগাঁওয়ের বি পি সিভিল হাসপাতালে রেফার করা হয়। এরপরই সেখানে কর্মরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারের ওপর। এলাকাটি জনবহুল জানা সত্ত্বেও কনভয়টি দ্রুত গতিতে আসছিল বলে স্থানীয়রা অভিযোগ করে। বিশেষজ্ঞরা গাড়ি দুর্ঘটনার করুন খতিয়ে দেখছেন।
ফোর্টিন টাইমলাইন, গুয়াহাটি,অসম।