পেট্রোল-ডিসেলের দাম দিনে-দিনে আকাশছোঁয়া হচ্ছে

পণ্যদ্রব্যের দাম ক্রমবর্ধমানের ফলে সাধারণ মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে দাঁড়িয়েছে

আরও পড়ুন

গত কয়েকদিনে পেট্রোল-ডিসেলের দাম মোট ৯ টাকা ২০ পয়সা বেড়েছে।পণ্যদ্রব্যের বারবার এই মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষদের মাথায় বাজ পড়েছে। আজও, মঙ্গলবার কলকাতায় পেট্রোল-ডিসেলের লিটার প্রতি ৮০ এবং ৮৩ পয়সা করে দাম বেড়ে ১১৪.২৮ এবং ৯৯.০২ টাকা হয়েছে। দিল্লিতে আবার ১০৪.৬১ টাকা পেট্রোল এবং ৯৫.৮৭ টাকা ডিসেলে দাম বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে মুম্বাইতে পেট্রোল-ডিসেলের দাম আকাশছোঁয়া। সেখানে পেট্রোল লিটার প্রতি ১১৯. ৬৭ টাকা এবং ডিজেল ১০৩.৯২ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে।
বিরোধীরা রাজ্যসভায় এই বিষয়টি নিয়ে কথা বলায়, পশ্চিমবঙ্গের মমতা সরকার মূল্যবৃদ্ধির বিষয়টি নিয়ে সরব হয়েছেন। অন্যদিকে বিজেপি দাবি জানায় যে, তাদের দ্বারা শাসিত রাজ্য গুলি যেমন উত্তরপ্রদেশ , মধ্যপ্রদেশে পণ্যের দাম কমানো হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ অন্যানো রাজ্যগুলিতে পণ্যদ্রব্যের দাম কমানো হচ্ছে না। ফলে, মধ্যবিত্তদের নাভিশ্বাস ওঠার জোগাড় হয়েছে। কষ্ট হলেও তাদেরকে বেশি দাম দিয়েই পণ্যদ্রব্য কিনতে হচ্ছে।

- Advertisement -

সম্পর্কিত খবর

- Advertisement -

ট্রেন্ডিং

close